বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গরমকালে ত্বকের যত্ন নেবেন কোন ডাল দিয়ে

প্রকাশঃ

গরমকালে বাহারি ক্রিম, ফেসপ্যাক কোনও কিছুই প্রায় লাগাতে ইচ্ছা করে না। কিন্তু তাই বলে যে ত্বকের যত্ন প্রয়োজন নয়, তেমন ভাবা ভুল।

এককালে বহু পরিবারেই স্নানের আগে ডাল বাটা মুখে মাখার চল ছিল। তা দিয়েই ত্বকের যত্ন নিতেন মেয়েরা। কিন্তু কোন ডাল ত্বকের ভাল যত্ন নেয়? কী ভাবেই বা ত্বকের যত্ন নিতে সাহায্য করে সেই ডাল?

সাধারণত মুসুর ডালই ব্যবহার করা হয় ত্বকের যত্নে। তা বেটে স্নানের আগে কিছু ক্ষণ লাগিয়ে রাখতে হয়। এই ডালে নানা ধরনের ভিটামিন রয়েছে। তা যত্ন নেয় ত্বকের।

১) মুখে বয়সের ছাপ পড়তে শুরু করলে এই ডাল বাটা লাগানো জরুরি। দু’-তিন সপ্তাহ টানা ডাল বাটা মাখলে দিব্যি আবার টানটান হবে ত্বক।

২) ত্বক শুষ্ক হয়ে গেলেও মুসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করা যায়। দুধের সঙ্গে ডাল বাটা মিশিয়ে নিলে ত্বক আর্দ্র হবে।

৩) ডাল বেটে মুখে মাখলে এক সপ্তাহেই রোদের পোড়া দাগ গায়েব হবে।

কী ভাবে মাখবেন এই ফেসপ্যাক?

ডাল এক ঘণ্টা জলে ভিজিয়ে রেখে বেটে নিন। শুধু সেটিই মেখে নেওয়া যায়। তবে ত্বকের আর্দ্রতা বাড়াতে সেই ডাল বাটার সঙ্গে দিতে হবে এক চা চামচ দুধ এবং এক চামচ অলিভ অয়েল।

কী ভাবে মাখবেন ডালের প্যাক?

স্নানের আগেই এই ফেসপ্যাক ব্যবহার করা ভাল। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক মাখা যায়। কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ