রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গাজীপুরে কারখানা খোলার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশঃ

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেয়া এবং বকেয়া বেতনসহ পাওনাদি পরিশোধের দাবিতে শনিবার (৩ অক্টোবর) এক পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

শ্রমিকরা জানান, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে ক্রয়াদেশ না থাকায় গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া চৌধুরীবাড়ি এলাকার নিউয়েস্ট ফ্যাশনস লিমিটেড পোশাক কারখানাটিতে গত ২৪ সেপ্টেম্বর উৎপাদন কাজ শেষে এক সপ্তাহ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রম আইন অনুযায়ী কোনো ধরনের পূর্ব-নোটিশ না দিয়েই এ ঘোষণা দেয়া হয়। এ কারখানায় প্রায় ৬০০ শ্রমিক কাজ করে। ওই ঘোষণানুযায়ী শনিবার কারখানা খোলার কথা ছিল। কিন্তু নির্ধারিত এ দিন (শনিবার) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার গেটে তালা ঝুলতে দেখে। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

এ সময় কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের জানায়, ছুটি রোববার পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। আগামী সোমবার কারখানা খোলা হবে। তবে এ ব্যাপারে কোনো প্রকার নোটিশ দেয়া হয়নি। শ্রমিকরা দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কারখানার গেট না খোলায় বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা কারখানা খুলে দেয়ার জন্য গেটের সামনে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনসহ পাওনাদি পরিশোধেরও দাবি জানান।

শিল্প পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। উত্তেজিত শ্রমিকরা কারখানাসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। এ সময় পুলিশ আগামী সোমবার মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে কারখানা এলাকা ত্যাগ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ