মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গাড়ির ধাক্কায় গুলিস্তানে নটর ডেম কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশঃ

রাজধানীর গুলিস্তানের গোলচত্বরে হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম নাঈম হাসান (১৭)। সে কলেজের মানবিক শাখার ২য় বর্ষের শিক্ষার্থী। দুর্ঘটনার পর ঘাতক গাড়ি ও চালক মো. রাসেলকে (২৭) আটক করেছে পল্টন থানাপুলিশ।

ওই শিক্ষার্থীকে ঢামেকে নিয়ে আসা পথচারী আবদুল্লাহ আল নোমান জানান, গুলিস্তান হল চত্বরে রাস্তা পারাপারের সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় নাঈম। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে মহাখালিতে ২ জন নিহত

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ছাত্রের পরিচয় ও পরিবার সম্পর্কে এখনো জানা যায়নি। তবে আমরা জানতে পেরেছি সে নটর ডেম কলেজের শিক্ষার্থী। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ