রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত আগামীকাল

প্রকাশঃ

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিলো ২০২০-২১ শিক্ষাবর্ষে। এতে অংশ নিয়েছিলো ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুরা। কিন্তু শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে ও আর্থিক অপচয় রোধ করতে এমন উদ্যোগ নেয়া হলেও সেটি ফলপ্রসূ হয়নি।

বিশ্ববিদ্যালয়গুলো আলাদা আলাদা ভর্তি বিজ্ঞপ্তি দেয়ায় ভোগান্তি ও অর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া ভর্তির ক্ষেত্রে সমন্বয় না থাকায় বিশ্ববিদ্যালয়গুলো বারবার বিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী সঙ্কটে ভুগেছে। এতে বিরক্তি প্রকাশ করেছেন শিক্ষকরা। বাধ্য হয়ে আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম শেষ করতে হয়েছে তাদের।

সূত্র জানায়, গতবার গুচ্ছের নেতৃত্বে ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবার এই দুইটি বিশ্ববিদ্যালয়ই গুচ্ছে না থাকার পক্ষে অবস্থান নিয়েছেন। সেই সঙ্গে আরও কয়েকটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুচ্ছের বিপক্ষে অবস্থান নেয়ায় ভাঙনের মুখে পড়েছে এই পদ্ধতিটি।

এদিকে দেশের সেরা চারটি বিশ্ববিদ্যালয় এবারও নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার কথা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

তবে গুচ্ছ পদ্ধতিতে এবার ভর্তি পরীক্ষা হলেও এতে কয়েকটি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। তিনি বলেন, প্রথমবার আয়োজনের কারণে কিছুটা সমন্বয়হীনতা ছিলো। বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে ভর্তি করাতে গিয়ে শিক্ষার্থী সংকটে পড়েছে। কেন্দ্রীয়ভাবে ভর্তির বিষয়টি তদারকি করলে এ সমস্যা হতো না। আশা করি সামনে এমন সমস্যা কমিয়ে আনা হবে।

এ সব বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আগামীকাল আমাদের ইউজিসির সঙ্গে একটা বৈঠক রয়েছে। সেখানে আশা করি গুচ্ছে কে থাকবে বা কে থাকবে না সেটি ঠিক হয়ে যাবে। মিডিয়ার মাধ্যমে দেখেছি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গুচ্ছে না থাকার পক্ষে বিবৃতি দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো এখনো কোনো মন্তব্য করেনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি গুচ্ছ থাকবে। আমার বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষকই গুচ্ছ পদ্ধতি চান।

তিনি আরো বলেন, গুচ্ছভুক্ত না থাকলে আমরাও আলাদা ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবো। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

এ দিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতি রাখা এবং দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থাকবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার জানা যাবে। বৃহস্পতিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ