শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়কে বাস উল্টে নিহত ৪

প্রকাশঃ

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আজ সোমবার (২৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটি গোপালগঞ্জ থেকে কাশিয়ানী উপজেলার বেশপুরে যাচ্ছিল কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান এ তথ্য জানান।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীগামী যাত্রীবাহী একটি লোকাল বাস ভাটিয়াপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৩ জন এবং কাশিয়ানী হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত কমপক্ষে ২০ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ