দেশজুড়ে ভয়েস ওভার এলটিই সেবা চালু করল গ্রামীণফোন। প্রযুক্তির এ অগ্রগতিতে ফোরজি/ এলটিইর কাভারেজের অধীন এলাকায় ভয়েস কলে গ্রাহক অভিজ্ঞতা উন্নত হবে। এ ক্ষেত্রে এই সেবা উপভোগে গ্রাহকদের ভয়েস ওভার এলটিই সমর্থন করে এমন হ্যান্ডসেট, ফোরজি সিম ও কাভারেজ থাকতে হবে। এটি এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ফোরজি/এলটিই নেটওয়ার্কে ভয়েস কল করা যায়। এ সেবার মাধ্যমে কলের ক্ষেত্রে দুজন গ্রাহক ৫০ শতাংশ দ্রুত কল সংযোগ সময় এবং এইচডি মানসম্পন্ন ভয়েস কলের অভিজ্ঞতা পাবে।
এ ব্যাপারে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘দেশজুড়ে এ সেবার উন্মোচন ফোরজি/এলটিই নেটওয়ার্কে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের সুযোগ হলো। এর মাধ্যমে আমাদের দায়িত্ব আরো অর্থবহ হয়ে উঠবে।’