শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঘন কুয়াশার কারণে ঢাকার ফ্লাইট নামলো কলকাতায়

প্রকাশঃ

ঘন কুয়াশা কারণে বাংলাদশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে ব্যর্থ হওয়া একাধিক প্লেন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। রোববার (৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিভিন্ন দেশ থেকে আসা মোট সাতটি আন্তর্জাতিক প্লেন এদিন সকালে ঢাকায় অবতরণ করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে প্লেনগুলো ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়।

বিমানগুলো হলো, জাজিরা এয়ারওয়েজ জে-৯৫৩১, যাত্রীসংখ্যা ১৬৮ জন। বিমান বাংলাদেশ বিজি-৩৫০, যাত্রীসংখ্যা ২৪৯ জন। কুয়েত এয়ারওয়েজ, যাত্রীসংখ্যা ১৯৭ জন। এয়ার আরবিয়া, যাত্রীসংখ্যা ১৬১ জন। ইউএস বাংলা, যাত্রীসংখ্যা ১৪৬ জন। গালফ এয়ার ফ্লাইট, যাত্রীসংখ্যা ২৭৮ জন ও সালাম এয়ার, যাত্রীসংখ্যা ১২৬ জন।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্লেনগুলোর সব যাত্রী নিরাপদে আছেন। আবহাওয়ার উন্নতি হলেই প্লেনগুলো কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ