রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঘরে বসেই অনলাইনে ফি জমা করতে পারবেন চবি শিক্ষার্থীরা

প্রকাশঃ

সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট গেটওয়ে (এসপিজি) ও সোনালী ই-ওয়ালেট অ্যাপ ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিবিধ ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যাবতীয় ফি ও চার্জ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায়ের লক্ষে ৬ নভেম্বর বুধবার সোনালী ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

চবি উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস’ অফিস চট্টগ্রাম নর্থের জেনারেল ম্যানেজার মো. মুসা খান ও চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস চট্টগ্রাম নর্থের ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমার বল, হাটহাজারী শাখার ম্যানেজার যাদব চন্দ্র দাস এবং চবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চবি হিসাব নিয়ামক, আইসিটি সেলের ডিরেক্টরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ