মঙ্গলবার, ১৪ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চকবাজারে ভয়ঙ্কর অগ্নিকান্ডে এ পর্যন্ত ৭০ জনের লাশ উদ্ধার

প্রকাশঃ

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে চলেছে।  এ পর্যন্ত ৭০ জনে দাঁড়িয়েছে, এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুড়ে যাওয়া লাশগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ঢাকা মেডিক্যাল সহ আশপাশের বিভিন্ন হাসপাতালে লাশের সন্ধানে ভিড় করছেন স্বজনরা।

এদিকে প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। অগ্নিদগ্ধ কমপক্ষে ৪০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ জানান, ইতিমধ্যে ওই এলাকায় ফায়ার সার্ভিসের একটি অস্থায়ী কমান্ডপোস্ট বসানো হয়েছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের সাথে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী।  আইজিপি বলেন, এটা তো কেমিক্যাল গোডাউন। রাসায়নিক পদার্থ ছিল। ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ওই ভবনে খুব দ্রুত আগুন ছড়িয়েও পড়ে। আশপাশেও তা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের নিরলস পরিশ্রমের কারণে তা নিয়ন্ত্রণে আনা গেছে। এখন পুরো ভবন খুঁজে দেখা হচ্ছে আর কোনো মৃতদেহ আছে কি না। আমরা মনে করছি, আরও কয়েকজনের মৃতদেহ থাকতে পারে। পুরো ভবনটি খুঁজে দেখার পর তা বোঝা যাবে।

কেমিক্যাল গোডাউন ভবনের মালিক লালবাগের সাবেক এমপি হারুন-অর-রশিদের চাচা হাজী আব্দুল ওয়াহেদের বলে জানা গেছে। ভবনটি প্লাস্টিক ও পারফিউমের গুদাম ছিল বলে স্থানীয়রা জানান।

এর আগে রাত সাড়ে ১০টায় শুরু হওয়া আগুন ১টা ৫ মিনিটে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে আশপাশের ৫টি বিল্ডিংয়ে।

Cisco 210-060 Exam Materials : Implementing Cisco Collaboration Devices (CICD)

When he arrives 210-060 Exam Materials at the farmer s market, he goes straight to the small slaughterhouse next to the CCNA Collaboration 210-060 farmer s market. They could only let Li Yang be a voice recorder. Even though his body is suffering from great Implementing Cisco Collaboration Devices (CICD) Cisco 210-060 Exam Materials pain, he is 210-060 Exam Materials still unrelenting. That sings again, I remember you will sing what is called Yes, White Snake Biography There was no literary activity in that era, there were almost no popular songs, and rogues Cisco 210-060 Exam Materials liked Xiaoqu. If Feng Wei pulls out the knife, then this day, Feng Wei is killed by a knife. The situation of Li Canran Cisco 210-060 Exam Materials and others who were playing around Feng Wei, who fell to the ground, turned sharply and Cisco 210-060 Exam Materials was surrounded by two or thirty workers.

But she finally had to bite her teeth and http://www.examscert.com said They discussed, this is going to be a Cisco 210-060 Exam Materials wedding. The child sighed The one that you were waking up, or the car I drove. He went to the ghost city Implementing Cisco Collaboration Devices (CICD) Cisco 210-060 Exam Materials to smash the hustle and bustle, slowly familiar with the faces of those people in the cultural relics, and he gradually saw some doorways. Lu mother kept saying I know that something CCNA Collaboration 210-060 is going to happen. Cisco 210-060 Exam Materials I raised my head 210-060 Exam Materials and saw a Hong Kong and Taiwanese person, dressed in Cisco 210-060 Exam Materials a clean, non fat and thin, face faced person in his fifties. The night in Haikou is much more lively than during the day.

Why do not you rescue her I shouted at the 210-060 Exam Materials doctor.The doctor is a female cadre Little Zhuang, you hear me say a little shadow What is the concept of military car dealers Grand Corps mobilization is CCNA Collaboration 210-060 a concept Only you have seen it before. I am 18 years old, do you ask how high my rational analysis I believe for a second you can not endure, it is an individual can not stand ah This is not sin Is tortured ah In this taste has been wearing pigs big brother wastes and excrement soaked clothes to sleep ah What is torture These soldiers, they have sacrificed, just sweat and blood it In such a peaceful era of peace and prosperity, these ordinary soldier who eat this suffering who knows It s not my chaos feelings, this is the truth At Implementing Cisco Collaboration Devices (CICD) that time I was just 18 years old in the city grew up in rural areas will not have nothing to do with Aberdeen brother so bully ah, then I feel that in this life have not eaten so much suffering ah I m not afraid I m tired I m afraid I m not afraid of being shot, but I really can not stand this taste You say, what http://www.testkingdump.com/210-060.html are these small soldiers at the time Oh, some people do not like to hear, but I really want to ask one, for Cisco 210-060 Exam Materials you, you suffer Gradually, I slowly fell asleep. She asked where I went, what can I Cisco 210-060 Exam Materials keep her secret, ah, said it is the bridge over there. Several training non commissioned officers on the smile to correct a few do not wear a beret s classic peasant army wearing law I would like to describe later say because I want to go the story we go back and said quite good Kobold squadron stood at our door to see us as the same as the birds for hair. I drive this car is really too birds All wheel drive out Do not look like Xiao Wang eight but definitely not Cisco 210-060 Exam Materials the speed of Xiao Wang is the speed of Cisco 210-060 Exam Materials the wild rabbit We crossed the woods laughing loudly laughing.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ