মঙ্গলবার, ২৮শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চক্রবৃদ্ধি সুদ হার বিশ্বের কোনও দেশে নেই: অর্থমন্ত্রী

প্রকাশঃ

ব্যাংক ঋণে চক্রবৃদ্ধি হারে সুদ বিশ্বের কোথাও নেই, কেবল আমাদের দেশে এ সুদ আদায় করা হয় বলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই চক্রবৃদ্ধি ঋণ সুদ হার বাংলাদেশের ব্যবসায়ীদের গলার কাঁটা। এ কারণেই দেশে ঋণখেলাপির সংখ্যা দিন দিন বাড়ছে। যেসব ভালো ব্যবসায়ী চক্রবৃদ্ধি সুদ হারের কারণে খেলাপি ঋণের আওতায় পড়েছেন তাদের মাফ করে দেওয়া হবে। তিনি বলেন, এ নিয়ম থেকে বেরিয়ে আসতে চাই। তাই আগামী বাজেট থেকে ঋণের সুদ সহজ ও সরল করণ প্রক্রিয়া শুরু হবে।

গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। সভায় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

১০ শতাংশ হারে সুদ হলে বছর শেষে ১০ টাকা নেওয়া হবে। অর্থমন্ত্রী আরও বলেন, এ সমস্যার সমাধান করতে পারলে খেলাপি বাড়বে না। চক্রবৃদ্ধি হারে সুদের ফলে গ্রাহকের নানা সমস্যা দেখা দিচ্ছে। ব্যাংক ঋণে দেখা যায়, তিন মাস, চার মাস ও ছয় মাসে সুদের হিসাব করা হয়। সুদের ওপর আবার সুদ বসানো হয়। এটা আগামী বাজেট থেকে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, একটা প্রতিষ্ঠান তৈরি করা অনেক কষ্টের কাজ। প্রতিষ্ঠান বন্ধ করা অনেক সহজ। যার ৫টি প্রতিষ্ঠান আছে এর মধ্যে একটি মন্দ হলে সবগুলো বন্ধ করে দিতে হবে এর পক্ষে আমি নই। আমরা কাউকে কষ্ট দেব না। আর যারা অন্যায় করেছে, তারাও যদি এসে বলে, আমি অন্যায় করছি, টাকা শোধ দিয়ে দেব- তাহলে তাদেরও মাফ করে দেব। দেশের স্বার্থে এ কাজটি করা হবে। অসাধু ব্যবসায়ীদের ক্ষেত্রে দুই পক্ষ দায়ী। অসাধু ব্যবসায়ী ও তাকে যারা সাহায্য করেছেন তারাও দায়ী। উভয়ের বিচার করা হবে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে যেসব অনিয়ম হয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে। দৃশ্যমান পদক্ষেপ নিতে হলে আমাকে সময় দিতে হবে। আমি পদক্ষেপ নেওযার জন্য কাজ করছি। যেখানে আইনের ব্যত্যয় আছে, সেগুলো সংশোধন করে কাজে হাত দেব। যাতে আইনের ফাঁকফোকর দিয়ে কেউ বের হতে না পারে।

মুস্তফা কামাল বলেন, যেভাবে ব্যাংকের বোর্ডগুলো পরিচালিত ও গঠিত হচ্ছে, সেখানে সত্যিকারভাবে যারা ব্যাংকিং বোঝেন, তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীকে বলব। প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে এই কাজটি করা হবে। সাক্ষাৎকার নিয়ে, যার যোগ্যতা আছে, কাজ করতে পারবেন, ব্যাংকিং বোঝেন, অ্যাকাউন্টিং বোঝেন, আইন বোঝেন তাদের আমি ব্যাংকের পরিচালক বানাব। তিনি আরও বলেন, দেশের সব মানুষকে আবার ব্যাংকমুখী করার জন্য চেষ্টা করা হবে।

PRINCE2 PRINCE2-PRACTITIONER Answers

Dark green I quickly flashed the day and Nedra PRINCE2-PRACTITIONER Answers in the jewelry PRINCE2 PRINCE2-PRACTITIONER Answers store. He paused and asked me PRINCE2 PRINCE2-PRACTITIONER Answers Why do eyebrows grow PRINCE2 Practitioner PRINCE2-PRACTITIONER on PRINCE2 Practitioner PRINCE2-PRACTITIONER Answers the eyes Why In order to stop the sweat. He took off his coat and went into the bathroom. She squatted for a while, and she felt a bit unbearable. Yellow wine, he said. What brand of rice wine I don t know. Is he because PRINCE2 Practitioner I only took a shower I have a fever, he said.

At PRINCE2 PRINCE2-PRACTITIONER Answers this time, PRINCE2-PRACTITIONER Answers Ming Cheng s head was calm, and he thought about the cause and effect of beef porridge. The entire car is only the PRINCE2 Practitioner PRINCE2-PRACTITIONER voice of Ming Yu s PRINCE2 PRINCE2-PRACTITIONER Answers command, and does not http://www.examscert.com leave a gap in the hair PRINCE2 Practitioner of Ming. I asked there, Why

Tseng Kuo fan took both hands PRINCE2 PRINCE2-PRACTITIONER Answers and said The adults returned to the city with the headquarters, or continue to touch it in this Buddhist holy land Jialin shame again and again The next official with the adults back to the city where adults, the next official has been wrong, you and PRINCE2-PRACTITIONER Answers I as officials, bow to see the rise, but also hope that the adults happy Zeng Guofan sneer and said The headquarters naturally want to be merciful, I m afraid PRINCE2 PRINCE2-PRACTITIONER Answers the rules of the Qing unkind. In the past so Daoguang asked again.Tseng Kuo fan A The emperor back to the words, the minister checked the case at the ceremony, so over the years. No matter PRINCE2 Practitioner PRINCE2-PRACTITIONER Answers PRINCE2 Practitioner PRINCE2-PRACTITIONER how serious it is, There are a few who think signs are new, but the style is contrary to want to get away with, the owner was arrested fast lock, cost thousands of silver atonement does not say, still the same old signboard smashed, to Lee Remember to make a new, this happened. Taizhuang roared loudly at this time Slow His heart is thinking can not be white by this shock Even left the Tseng Kuo fan, a few steps across to Zhang Bao in front of a bend, reach out to seize the right hand of Zhesi, his mouth said Su adult cut you a dogleg, Lord and then cut off your arm See you can rampant hegemony Speaking words, the hands of a hard, I heard Kacha heard, actually life and life to an arm twisted. Is admitted to the examinations of the imperial clan Man for 216 people, a total of three PRINCE2 Practitioner times. Zeng Guofan know that the little monk unspeakable implied nothing to say, go by him.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ