চট্টগ্রামে জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ অক্টোবর) নগরীর একটি হোটেল অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক সম্মেলন ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে আমাদের আমানত এখন এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে জনতা ব্যাংক ব্যাংকিং জগতে নতুন এক মাইলফলক সৃষ্টি করে এক লাখ কোটি টাকার এলিট ক্লাবে প্রবেশ করেছে। জনতা ব্যাংকর এ সাফল্যে আমরা গর্বিত। আর এই সাফল্যের পেছনে ব্যাংকের একেকজন কর্মীর মেধা ও শ্রম জড়িত।
তিনি আরো বলেন, স্বল্প সুদের আমানত সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি এবং তদারকির মাধ্যমে শ্রেণীকৃত ঋণ হ্রাসে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি ২০২১ সালে সকল লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেন।
ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ কামরুল আহছান এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিএফও একেএম শরীয়ত উল্যাহ এফসিএ, এসএএমডির জিএম মোঃ শহীদুল ইসলাম, বিডিএমডির জিএম দেলওয়ারা বেগম, ফরেন ট্রেড ডিভিশনের জিএম আবুল বাসার মোঃ আবদুল হান্নান এবং এমডি এন্ড সিইও’স সেক্রেটারিয়েট এর জিএম মো: মোস্তাফিজুর রহমান মাওদুদী। সম্মেলনে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট নির্বাহী, সকল শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তৃতায় জিএম মোঃ কামরুল আহসান বলেন, বিগত বছর করোনাকালীন সময়েও জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগ বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে সমর্থ হয়েছে। চলতি বৎসরেও সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করে সে সুনাম অক্ষুণœ রাখবে।