চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা সংক্রমণ রোধে জনসম্মুখে মাস্ক না পরায় ২২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের মোট ১ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ৩ টা ৪টা পর্যন্ত লোহাগাড়া সদর ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সামনের সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব জিতু জানান, দ্বিতীয় ধাপে করোনার প্রভাব ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই জন সচেতনতা বৃদ্ধির জন্য এ অভিযান।
অভিযানকালে সাথে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী,লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের সিএ সমির চক্রবর্তী, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশ।