শাহজালাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম মহানগরীর শাখাসমূহের উদ্যোগে ১৩ মার্চ ২০২৫ইং তারিখে হল-২৪, সিআরবি রোড, চট্টগ্রামে “পবিত্র মাহে রমযানের তাৎপর্য্য” বিষয়ে আলোচনা এবং গ্রাহক-শুভানুধ্যায়ীদের সম্মানে ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও জোনাল হেড চট্টগ্রাম জনাব রাশেদ সরওয়ার। ব্যাংকের মদুনাঘাট শাখার ব্যবস্থাপক জনাব হাবিবুর রহমান এর সঞ্চালনায় পবিত্র মাহে রমযানের তাৎপর্য্য বিষয়ে আলোচনা, দেশ জাতির কল্যাণে বিশেষ দো’য়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জুবলীরোড শাখার ব্যবস্থাপক জনাব এটিএম কামরুদ্দিন চৌধুরী, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোঃ হুমায়ুন কবির মিয়া, বন্দরটিলা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুর রশীদ-সহ ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।