শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চট্টগ্রাম বন্দরে জমে থাকা কন্টেইনার খালাসে বিশেষ উদ্যোগ

প্রকাশঃ

চট্টগ্রাম বন্দরে জমে থাকা পণ্য ভর্তি কয়েকশত কন্টেইনার দ্রুত খালাস করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমসে নতুন নিয়োগ পাওয়া কমিশনার মো. ফখরুল ইসলাম। কাস্টমসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ২২টি গ্রুপ করেছেন কমিশনার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৪/৫ মাস আগে চট্টগ্রাম বন্দরে পণ্য ভর্তি কন্টেইনারসমূহ চট্টগ্রাম বন্দরে পৌঁছার পরও আমদানিকারকদের মধ্যে ওই সকল পণ্য খালাসের কোনো তত্পরতা দেখা যাচ্ছে না।

সূত্র মতে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ঐ সব কন্টেইনারের বিরাট সংখ্যকের মধ্যে মিথ্যা ঘোষণায় পণ্য রয়েছে। এদের মধ্যে ক্যাপিটাল মেশিনারি ঘোষণায় শিল্পের কাঁচামাল আনার ঘোষণা থাকলেও তাতে কাপড়সহ বিভিন্ন ধরনের মূল্যবান পণ্য রয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে বন্ড কিংবা বাণিজ্যিক পর্যায়ে কাপড় আনা হলেও তার বিরাট অংশে নির্দিষ্ট ঘোষণার ব্যত্যয় ঘটতে দেখা গেছে। বন্ডের প্রাপ্যতা এবং নির্দিষ্টমানের বাইরে দামি কাপড় আনার অসংখ্য নজির রয়েছে। একইভাবে বাণিজ্যিকভাবে আনা কাপড়ের ক্ষেত্রেও ব্যত্যয় ঘটতে দেখা যায়। এই সব কারণে চট্টগ্রাম কাস্টমস দিয়ে আনা সব কাপড় খালাসের ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। কাপড় খালাসের ক্ষেত্রে কাস্টমসের গোয়েন্দা বিভাগ অর্থাত্ এআইআর-এর কায়িক পরীক্ষার পরই খালাস দেওয়া হয়।

এদিকে, চট্টগ্রাম বন্দরে অনেক আগে পৌঁছা পণ্যবাহী কন্টেইনারসমূহ দ্রুত খালাসের জন্য কাস্টমসের নির্দিষ্ট কর্মকর্তাগণ সরাসরি আমদানিকারকদের সাথে যোগাযোগ করবেন। এরপরও আমদানিকারকগণ তাতে সাড়া না দিলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে কন্টেইনার খোলা হবে। এরপর কাস্টমসের আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা যায়। ইতিমধ্যে কাস্টমসের পক্ষ থেকে স্থানীয় ও জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পণ্য ভর্তি কন্টেইনারসমূহ দ্রুত খালাস করে নেওয়ার জন্য আমদানিকারকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় পণ্য নিলামসহ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়।

তবে বিভিন্ন আমদানিকারক ও সিএন্ডএফ-এর পক্ষ থেকে বলা হয়, অতিরিক্ত জরিমানার ভয়ে অনেকে বিল অব এন্ট্রি দাখিল না করে পণ্যসমূহ ফেলে রেখেছেন। মিথ্যা ঘোষণায় আনা পণ্যের ওপর নতুন কমিশনার কর্তৃক কতটুকু জরিমানা আরোপ করা হয় তা দেখার পর পণ্য খালাস নেওয়ার পদক্ষেপ গ্রহণ করবেন।

চট্টগ্রাম কাস্টমসের নবনিযুক্ত কমিশনার মো. ফখরুল ইসলাম জানান, কার কতটুকু অপরাধ তার ওপর ভিত্তি করে জরিমানা করা হবে। তিনি অতিরিক্ত চাপ বা লোড দেওয়ার পক্ষে নয় বলে জানান। তিনি জানান, দীর্ঘদিন বন্দরে থাকা কন্টেইনারসমূহ আমদানিকারকদের খালাস করে নিতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।

Amazon AWS-SYSOPS PDF Dumps

Then Peng Yulin it Zeng Guofan said Peng Yulin is hugged injustice, otherwise, Zhang Bao s life there will be someone Please adults ascend the case Amazon AWS-SYSOPS PDF Dumps bar. Those hanlin who fell in earnest obsessed, very late.Zeng Guofan let Jize said Zuo Zongtang Shushu, let people call Zuo Amazon AWS-SYSOPS PDF Dumps AWS Certified SysOps Administrator – Associate AWS-SYSOPS Ye, Li Hung chang, Guo Songtao also have seen with the older generation etiquette. Baoding is Chihli ground.Chihli because of Amazon AWS-SYSOPS PDF Dumps the AWS-SYSOPS PDF Dumps AWS Certified SysOps Administrator – Associate AWS-SYSOPS PDF Dumps responsibility AWS Certified SysOps Administrator to arch guard Kyoto, the governor by more than the ministries as ministers, Daoguang Han few days Amazon AWS-SYSOPS PDF Dumps ago served as governor of Zhili.

The fourth month of vacation celadon opened her two, saying that driving time is coming, let s go. Public security is a series of civil servants, with diplomas and age restrictions, which he did not like what else, director, film leader for another term, he is reelected. We are Amazon AWS-SYSOPS PDF Dumps not already, get along for almost five months now.He generally calm like a father, like a pastor general calm, calmly say, no offense, fast dressing, obedient. They said that when he used to be the city s number one solicitor, he called AWS-SYSOPS PDF Dumps for money Is AWS Certified SysOps Administrator – Associate AWS-SYSOPS not it wrong AWS Certified SysOps Administrator to build Amazon AWS-SYSOPS PDF Dumps AWS-SYSOPS PDF Dumps a modern international metropolis During his presidency, has there been a red capped document No. We ask, the specific time.Leading cadres voraciously, this time still uncertain.The crowd shouted again.The leader said Ten days Amazon AWS-SYSOPS PDF Dumps later, we urge them to reply, ok So everyone announced back soon.

Fortunately, he was AWS-SYSOPS PDF Dumps very busy and asked Wangwang to AWS Certified SysOps Administrator – Associate AWS-SYSOPS eat glutinous rice in the afternoon and pulled http://www.testkingdump.com/AWS-SYSOPS.html him away. Let s let go Mom has been working since childhood, and the body is solid Come on She said that she had lifted the white paper with the worker and shook it into the Amazon AWS-SYSOPS PDF Dumps warehouse. Chang Sheng AWS Certified SysOps Administrator Wen The voice also rushed over to explain that Ning Hao would not drink. It was about God who wanted to fulfill this good thing. When he was still Amazon AWS-SYSOPS PDF Dumps rushing to ask for money again and again, his heart made a little embarrassment, but he never allowed himself to think elsewhere.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ