বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৬ আগস্ট

প্রকাশঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ আগস্ট থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ১৬ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত চলবে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভর্তি কমিটির সচিব ও একাডেমি শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ এপ্রিল অনুষ্ঠিত ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি সংক্রান্ত ডিনবৃন্দের সমন্বয়ে গঠিত ১ম সভার সিদ্ধান্তক্রমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আগামী ১৬ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হলো।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, ভর্তি পরীক্ষা আগামী ১৬ আগস্ট থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ