চট্টগ্রাম নগরীতে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারণ কাজে ব্যবহারের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) ২০০ ভ্যান গাড়ি দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। চসিকের প্রশাসক খোরশেদ আলম সুজন ২০ ডিসেম্বর, রবিবার নগরীর আন্দরকিল্লাস্থ পুরনো নগর ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব ভ্যানগাড়ি গ্রহণ করেন। ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ রফিকুল ইসলাম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী লেঃ কর্নেল সোহেল আহমেদ।
ভার্চুয়াল অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, শাব্বির আহমেদ এবং মোঃ মাহ্মুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, মোহাম্মদ আযম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মোঃ ছালামত উল্লাহসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ২০০ ভ্যান গাড়ি দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
প্রকাশঃ