শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

‘চির কিশোর’ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে অগ্রণী ব্যাংক-এর বিভিন্ন আয়োজন

প্রকাশঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার কনিষ্ঠ সন্তান ‘চির কিশোর’ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে অগ্রণী ব্যাংক কতর্ৃৃক বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। ১৮ অক্টোবর বোর্ড সভায় দোয়া, ঢাকার মানিক নগরে একটি মাদ্রাসায় এতিম, অসহায় ছাত্রদের মাঝে খাবার ও পরিধেয় বস্ত্র বিতরণ এবং সার্কেল সচিবালয়সমূহে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিকেল ৫টায় ভার্চূয়াল পদ্ধতিতে ‘চির কিশোর শেখ রাসেল’ শীর্ষক আলোচনা সভা ও ‘ চির কিশোর শেখ রাসেল এর জীবনালেখ্য’ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ঘোষণা প্রদান করা হয়। ভার্চূয়াল সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন অগ্রণী ব্যাংক চেয়ারম্যান ড. জায়েদ বখত্। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের সদস্য মফিজ উদ্দিন আহমেদ, কে এম এন মঞ্জুরুল হক লাবলু। অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম এবং সংযুক্ত ছিলেন অগ্রণী ব্যাংকের সকল পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শেখ রাসেল এবং অগ্রণী ব্যাংক বিষয়ক তথ্যকণিকা উপস্থাপন করেন মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন এফসিএ। বক্তব্য রাখেন মোঃ আনওয়ারুল ইসলাম, হোসাইন ইমাম আকন্দ, আশেক এলাহি, উপ-মহাব্যবস্থাপক আতিকুর রহমান সিদ্দিকী, শিশির কান্তি দাশ,অগ্রণী ব্যাংক অফিসার সমিতি কেন্দ্রীয় পরিষদ এর সম্পাদক মোবারক হোসেন, কর্মচারী সংসদ (সিবিএ) এর সভাপতি খন্দকার নজরুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, অগ্রণী ব্যাংক ইউনিট এর সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল।

সভায় বক্তাগণ শেখ রাসেল এর জীবনালেখ্যর উপর আলোকপাত করেন। তাঁরা দেশের স্বাধীনতা অর্জনে, দেশ গঠনে বঙ্গবন্ধু, তাঁর পরিবার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথাও তুলে ধরেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ