চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজারের উপরে। গতকাল (সোমবার) একদিনে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৬ জন। এ পর্যন্ত আরো ৪২ হাজার ৭৫৯ জন আক্রান্ত হয়েছেন।
এমন পরিস্থিতিতে সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে করোনভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় ‘আরও সিদ্ধান্তমূলক ব্যবস্থা’ গ্রহণের জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো উহানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ ২৮টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এতে আক্রান্ত মানুষের সংখ্যা এবং প্রাণহানি বাড়তে থাকায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশগুলো ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেয়।