চীনে প্লেন বিধ্বস্তের প্রায় ১৮ ঘণ্টা পার হলেও এখনো খোঁজ মিলেনি আরোহীদের। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয় সোমবার (২১ মার্চ) বিকালে। অব্যাহত রয়েছে উদ্ধার কাজ।
এদিকে, এখনো অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগীদের স্বজনরা। যদিও ধারণা করা হচ্ছে, আরোহীদের হয়তো কেউ আর বেঁচে নেই।
সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার (২২ মার্চ) পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। প্রায় দুই হাজার উদ্ধারকর্মী যোগ দিয়েছে এতে।
দেশটির গুয়াংঝি অঞ্চলে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে ১২৩ জন যাত্রী ও নয়জন ক্রু সদস্য ছিলেন। ফ্লাইট এমইউ৫৭৩৫ গুয়াংঝি শহরের উদ্দেশে কুনমিং থেকে যাত্রা করেছিল।
দুর্ঘটনার পর একটি গাড়ির ড্যাশবোর্ডের ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে চীনের গণমাধ্যমগুলো। সেখানে দেখা গেছে প্লেনটি যেন সরাসরি আকাশ থেকে মাটির দিকে যাচ্ছে।
এদিকে, দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট শি জিনপিং তদন্তের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের। তিনি আরোহীদের উদ্ধারে সব ধরনের তৎপরতা অব্যাহত রাখারও নির্দেশনা দিয়েছেন।