শনিবার, ৯ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চীনে সব ফ্লাইট পরিচালনা স্থগিত করলো ব্রিটিশ এয়ারওয়েজ

প্রকাশঃ

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ থেকে দূরে থাকতে সব ধরনের বিমান ফ্লাইট পরিচালনা স্থগিত ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ। বুধবার বিবিসি‘র এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিমান সংস্থাটি।

বিবৃতিতে জানানো হয়, প্রতিদিনই হিথ্রো বিমানবন্দর থেকে বেইজিং ও সাংহাইয়ের উদ্দেশ্যে ব্রিটিশ এয়ারওয়েজের বেশ কয়েকটি ফ্লাইট ছেড়ে যেতো। তবে উদ্ভুত পরিস্থিতি সকল ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সম্মানিত যাত্রী এবং ক্রুদের স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, যাত্রীদের দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে, যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, নিতান্তই প্রয়োজন না থাকলে কোনো ব্রিটিশ নাগরিক যেনো চীন ভ্রমণ না করে। তারপরই ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হলো।

উল্লেখ্য, এপর্যন্ত করোনাভাইরাসে চীনে ১৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৭ হাজার ৭১১ জন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ