রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

চুরি যাওয়া অর্থ উদ্ধারে আইনি ব্যবস্থা নিবে বাংলাদেশ ব্যাংক

প্রকাশঃ

রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত পেতে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি)’র বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। আগামী মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে এ ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপদেষ্টা দেবপ্রসাদ দেবনাথ। ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্ক ও সুইফটকে নিয়ে যৌথভাবে এ মামলা করা হবে।

তিনি বলেন, গভর্নরের নির্দেশনা অনুযায়ী, মামলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে, মামলা হলে শিগগিরই হ্যাকিংয়ের মাধ্যমে চুরিকৃত অর্থ উদ্ধার করে ফেরত আনা সম্ভব হবে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন মামলার প্রস্তুতি হিসাবে যুক্তরাষ্ট্রের একটি ল ফার্মকে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হবে।

চুরি যাওয়া অর্থ ফেরত আনতে ২০১৭ সালজুড়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। ফিলিপাইনের আদালতও আরসিবিসিকে দায়ী করেছেন। কিছু টাকা প্রতিষ্ঠানটি বাংলাদেশকে ফেরত দিলেও বাকি টাকা দিতে গড়িমসি করছে। ফলে আরসিবিসির বিরুদ্ধে মামলা করা জরুরি হয়ে পড়েছে।

এর আগে ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে উত্তর কোরিয়ার এক হ্যাকারের জড়িত থাকার তথ্য প্রকাশ করেছে এফবিআই। যুক্তরাষ্ট্রের একটি আদালত আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়ার হ্যাকার পার্ক জিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেয়। এ ঘটনায় বাংলাদেশের চুরি যাওয়া টাকা ফেরত পাওয়ার ব্যাপারে সংশ্লিষ্টরা বেশ আশাবাদী হয়ে উঠেছেন।

গতকাল দেবপ্রসাদ দেবনাথ এ বিষয়ে বলেন, গত ৫ জুলাই ফিলিপাইনের আদালতে যে তথ্য উপাত্ত দেওয়া হয়েছে, সেখানেও আনুষ্ঠানিকভাবে হ্যাকিংয়ের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এফবিআইয়ের তদন্তেও হ্যাকিং প্রমাণিত হয়েছে। এফবিআই উত্তর কোরিয়ার হ্যাকার পার্ক জিনের সম্পৃক্ততা পেয়েছে। তিনি উল্লেখ করেন, যেহেতু নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের অর্থ চুরি হয়েছিল, এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআইও এ ঘটনার তদন্ত করছে।

উল্লেখ, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি নিউইয়র্ক ফেডে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে। এর মধ্যে শ্রীলংকায় যাওয়া দুই কোটি ডলার উত্তোলনের আগেই আটকানো সম্ভব হয়। তবে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার অপরাধীরা তুলে নেয়। শুধু অর্থ চুরির জন্য আরসিবিসিতে বেনামে অ্যাকাউন্ট খোলা হয়।

প্রসঙ্গত, ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ফিলরেম মানি রেমিট্যান্স কোম্পানির কাছে আছে এক কোটি ৭০ লাখ ডলার। সোলায়ার নামের একটি ক্যাসিনোতে গিয়েছিল ২ কোটি ৯০ লাখ ডলার। ওই অর্থ ফিলিপাইনের আদালত ফ্রিজ করে রেখেছে। আর কিম অং ক্যাসিনোতে যাওয়া ২ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ১ কোটি ৫০ লাখ ডলার সে দেশের কোর্টের আদেশে ফেরত আনা হয়েছে। তবে প্রায় ১ কোটি ৪০ লাখ ডলারের হদিস পাওয়া যায়নি।

Latest Updated The Open Group OG0-092 Certification Exams For Download

He is a person who keeps his promise, since he said OG0-092 Certification Exams If you buy canned food, you must buy The Open Group Certification OG0-092 it and go home. TV, the bureau has long known that there will be thieves to stare, from the province invited the anti smuggling experts, the result, you TOGAF 9 Part 2 guess who to catch Li The Open Group OG0-092 Certification Exams old stick pretending to be surprised, asked Is it Who Two Dongzi The voice The Open Group OG0-092 Certification Exams of the cousin was very excited. That car is Mercedes. On the Mercedes Benz, there OG0-092 Certification Exams The Open Group OG0-092 Certification Exams was a person who was a little embarrassed.

This basic The Open Group OG0-092 Certification Exams courtesy I think he should The Open Group OG0-092 Certification Exams know. This was the last uniform he had received before he retired, but he The Open Group Certification OG0-092 neglected his habits for many years. The girl s overalls were splashed with the blood of the wounded, and one The Open Group OG0-092 Certification Exams or two drops fell on her face, but http://www.examscert.com/OG0-092.html she even had eyes. The lights on the protector OG0-092 Certification Exams were full of colorful TOGAF 9 Part 2 eyes, and Xiao Xiao returned here.

The Shangjili Group is not easy to develop today. I really didn t want to live a poor life The Open Group OG0-092 Certification Exams He heard a voice defending himself in the bottom of his heart, but he The Open Group OG0-092 Certification Exams did not feel relaxed, still as if a OG0-092 Certification Exams large TOGAF 9 Part 2 stone fell on The Open Group Certification OG0-092 his heart, and the stone swayed from side to side. At that time, she thought that life would have no end, and there would be piles of time. He Sit slowly and look at the darkness around him and The Open Group OG0-092 Certification Exams say to himself Where is this And until OG0-092 Certification Exams I saw it in a graveyard, I screamed and stood up. Second, we must establish a scientific political system that The Open Group OG0-092 Certification Exams will ensure the normal and peaceful operation of the society.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ