জনতা ব্যাংক পিএলসি-এর সাবসিডিয়ারী প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল)-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা কোম্পানির কার্যালয়ে ২৪ মে’২৫ তারিখ শনিবার অনুষ্ঠিত হয়। জেসিআইএল-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং হোল্ডিং কোম্পানি জনতা ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কোম্পানির পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ, হোল্ডিং কোম্পানি জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা ও মোঃ নূরুল আলম এফসিএসমএ, এফসিএ (সিএফও), মিডিয়া ব্যক্তিত্ব ও অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া কোম্পানির পক্ষে চীফ এক্সিকিউটিভ শহীদুল হক এফসিএমএ, কোম্পানি সচিব শিবেষ কীর্ত্তনীয়াসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় চীফ এক্সিকিউটিভ শহীদুল হক এফসিএমএ উল্লেখ করেন, ২০২৪ সালে মোট পরিচালন আয় ছিল ২৬.৭৩ কোটি টাকা যা পূর্ববর্তী বছরের পরিচালন আয়ের তুলনায় ১ (এক) কোটি টাকা বেশি। উক্ত সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের সঞ্চিতি ও কর-পরবর্তী অর্জিত নীট মুনাফা ১১.৭২ কোটি টাকা হতে শেয়ারহোল্ডারগণের সম্মতিক্রমে জেসিআইএল, হোল্ডিং কোম্পানি জনতা ব্যাংক পিএলসি-এর অনুকূলে ২ (দুই) কোটি টাকার নগদ লভ্যাংশ অনুমোদন করে।
জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
