জনতা ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গত সোমবার (২০/১২/২১) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ, এফসিএ, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ কামরুজ্জামান খানসহ ঊর্ধ্বতন নির্বাহীগণ সম্মেলনে বক্তব্য রাখেন। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন এরিয়া প্রধান ও শাখা ব্যবস্থাপকবৃন্দ অনলাইনে যুক্ত থেকে সম্মেলনে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, স্বল্প সুদের আমানত সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি এবং জোর তদারকির মাধ্যমে শ্রেণীকৃত ঋণ হ্রাসে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি ২০২১ সালে সকল সূচকে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে শাখা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করেন।