বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংকের সর্বোচ্চ রপ্তানীকারকের স্বীকৃতি পেল বেক্সিমকো লিমিটেড

প্রকাশঃ

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেডের সেরা রপ্তানিকারকের স্বীকৃতি অর্জন করেছে বেক্সিমকো লিমিটেড। বৃহস্পতিবার জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যাংকের এমডি এন্ড সিইও বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বেক্সিমকো গ্রুপের পরিচালক এবং সিইও সৈয়দ নাভেদ হোসেনের হাতে রপ্তানি ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। জনতা ব্যাংক লোকাল অফিসের অন্যতম গ্রাহক বেক্সিমকো লিমিটেড ২০২০ সালে ব্যাংকটির সর্বোচ্চ রপ্তানী এবং সর্বাধিক মুনাফা প্রদানকারী গ্রাহক হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ি বেক্সিমকো লিমিটেডকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বেক্সিমকো গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর ওসমান কায়সার চৌধুরী, চীফ অপারেশন অফিসার অনিল কুমার মহেশ^রি, এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তফা জামানুল বাহার, এক্সিকিউটিভ ডিরেক্টর এম এস খান শাকিল এবং হেড অব ব্যাংকিং মোঃ মাসুম মিয়া এবং জনতা ব্যাংকের ডিএমডি মোঃ ইসমাইল হোসেন, মোঃ জিকরুল হক, মোঃ জসিম উদ্দিন, আব্দুল জব্বার এবং মোঃ আমিরুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উধ্বতন নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বে´িমকো গ্রুপের অন্তর্ভূক্ত ১৩ টি প্রতিষ্ঠানের মাধ্যমে জনতা ব্যাংকে ব্যবসা পরিচালনা করছে। সদ্য বিদায়ী ২০২০ সালে জনতা ব্যাংকের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের মোট রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৭১৪ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের রপ্তানির পরিমাণ ছিল প্রায় ২ হাজার ৩২৭ কোটি টাকা। গত বছর ব্যাংকটি বেক্সিমকো গ্রুপ থেকেই আয় করেছে প্রায় ৪৮৪ কোটি টাকা। এর মধ্যে পুনর্গঠিত ও পুনঃ তফসিল করা ঋণের কিস্তি বাবদ আয় হয়েছে ৪২৭ কোটি টাকা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ