০৩ মার্চ সকালে আর্থিক স্বাক্ষরতা দিবস (Financial literacy Day) উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিটি জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে মতিঝিল-দিলকুশা ফোয়ারা চত্ত্বর প্রদক্ষিণ করে। জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমানের নেতৃত্বে উক্ত র্যালিতে ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজা ও মোঃ ফয়েজ আলম এবং প্রধান কার্যালয়ের মহাব্যস্থাপকবৃন্দসহ সকল স্তরের নির্বাহী-কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশের সার্বিক আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে প্রতি বছর মার্চ মাসের প্রথম সোমবার আর্থিক স্বাক্ষরতা দিবস পালিত হয়।