বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংকে মহা বিজয়ের মহানায়ক প্রকাশনার মোড়ক উন্মোচন

প্রকাশঃ

জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং বি-২০৮৩) সিবিএ এর উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মহা বিজয়ের মহানায়ক সংকলন প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে’২২) ব্যাংকের প্রধান কার্যালয়ে মহা বিজয়ের মহানায়ক সংকলনের মোড়ক উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান। জনতা ব্যাংক সিবিএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ, সিবিএ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও সিবিএ সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, কে এম সামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ, জিয়াউদ্দিন আহমেদ, মোঃ আব্দুল মজিদ, রুবীনা আমীন ও মেশকাত আহমেদ চৌধুরী, ডিএমডিবৃন্দ, অন্যান্য নির্বাহী-কর্মকর্তা ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অনেক ঐতিহাসিক কর্মকা- এ সংকলনে স্থান পেয়েছে। আমাদের নতুন প্রজন্মবঙ্গবন্ধুর আদর্শ ধারনে সংকলনটি পড়ে অনুপ্রাণিত হবে।

ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, বঙ্গবন্ধুকে ঘিরেই আমাদের সবকিছু আবর্তিত হচ্ছে। এ মহানায়কের জন্ম না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ