সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশঃ

জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। এর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সূর্য উদয়ের সাথে সাথে ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন। পরে তিনি ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের নিয়ে প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ৮ টায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদ, পরিচালকবৃন্দসহ সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১০ টায় ব্যাংকের ধানমন্ডি কর্পোরেট শাখায় জাতির পিতার ৪৭ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান, পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, জিয়াউদ্দিন আহমেদ, ও মেশকাত আহমেদ চৌধুরীসহ ডিএমডিবৃন্দ, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান ও অন্যান্য অফিসার সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। ১৫ আগস্টে জাতির পিতাসহ তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে জনতা ব্যাংক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ