জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে জনতা ব্যাংক লিমিটেড। দিবসটি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদে বাদ জোহর আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার, শেখ মোঃ জামিনুর রহমান ও মোঃ কামরুল আহছান, অফিসার ও সিবিএ নেতৃবৃন্দসহ সকল স্তরের নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান কার্যালয়ের নীচে শেখ রাসেলের প্রতিকৃতিতে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ ব্যাংকের পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন নির্বাহীদের সাথে নিয়ে পুষ্প স্তবক অর্পন করেন।
আলোচনা সভায় ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনতা ব্যাংক আগে থেকেই এ দিবসটি উদযাপন করে আসছে। শেখ রাসেল একটি আবেগ, একটি দীর্ঘ নিঃশ^াসের নাম। ১৫ আগস্ট পরিবারের সদস্যদের সাথে ঘাতকেরা শিশু রাসেলকে মায়ের কাছে নিয়ে যাবে বলে নিষ্ঠুরভাবে হত্যাযজ্ঞ চালায়। ইতিহাসের বর্বরোচিত এ কালো অধ্যায়টি সারা বিশ^কে নাড়া দিয়েছিল। সারা দেশে কান্নার রোল পড়েছিল। শিশু রাসেলের মানবিকতা, উদারতা এবং অতিথিপরায়নতার মতো গুণাবলী আমাদের দেশের শিশুরা ধারণ করে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।