বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংক লিমিটেডের নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ

জনতা ব্যাংক লিমিটেড এর নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গত শনিবার (২৪ সেপ্টেম্বর) চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুছ ছালাম আজাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মো: কামরুল আহসান এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার (ডিএমডি) মো: নুরুল আলম এফসিএমএ, এফসিএ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের জিএম বিশ^জিৎ কর্মকারের সভাপতিত্বে সংশ্লিষ্ট এরিয়া প্রধানসহ ৫৮ জন শাখা ব্যবস্থাপক সম্মেলনে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুছ সালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরন বাড়াতে হবে। এছাড়া তিনি অবলোপন আদায় ও প্রতিটি শাখাকে সিএল মুক্ত করাসহ ২০২২ সালে নোয়াখালী বিভাগের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশের ব্যাংকিং সেক্টরে একমাত্র মুক্তিযোদ্ধা এমডি এন্ড সিইও’র চাঁদপুর আগমন উপলক্ষে মোঃ আব্দুছ ছালাম আজাদকে চাঁদপুর জেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ