রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয় বরিশাল এর শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ

০৪/১০/২০১৯ শুক্রবার জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয় বরিশাল এর শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে জনতা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, কে, এম, সামছুল আলম এবং সিইও এন্ড এমডি মো: আব্দুছ ছালাম আজাদ এফএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি মো: ইসমাইল হোসেন, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ এফসিএ এসিসিএ এবং কোম্পানী সেক্রেটারী হোসেইন ইয়াহ্ইয়া চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ বিভাগীয় প্রধান, এরিয়া প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণের নিকট হতে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অবস্থা অবগত হয়ে ব্যাংকের শ্রেনীকৃত ও খেলাপী ঋন আদায়ে সকলকে তৎপর হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। বিশেষ করে সম্প্রতি জারীকৃত বিআরপিডি সার্কুলার নং ০৫ এর আওতায় ঋন পুন:তফসিল ও এককালীন এক্সিট সুবিধা বাস্তবায়ন করে ব্যাংকের শ্রেনীকৃত ঋন একক অংকের ঘরে নামিয়ে আনার জোর তাগিদ প্রদান করেন।

এছাড়া ব্যাংকিং সেবার মানবৃদ্ধি, স্বল্প সুদের আমানত বৃদ্ধি, ভালো ক্ষুদ্র ও মাঝারী শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান এবং ফরেন রেমিটেন্স আহরনে সরকারী ইনসেনটিভ প্রদানের বিষয়টি রেমিটেন্সের উপকারভোগীদের নিকট প্রচার করাসহ ব্যাংকারদের আচরণগত পরিবর্তন এনে মানবিক ও সহায়তাকারীর ভূমিকায় অবতীর্ন হয়ে আমানতকারী তথা জনগণের সেবায় নিয়োজিত হবার জন্য নির্দেশনা প্রদান করেন। সম্মেলনে বিশেষ অতিথি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ আবুল কাশেম ও কে, এম, সামছুল আলম এবং সিইও এন্ড এমডি মো: আব্দুছ ছালাম আজাদ এফএফ ব্যাংকের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করে জনতা ব্যাংক কে একটি শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয় বরিশাল এর মহাব্যবস্থাপক মোঃ আবুল মনসুর।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ