শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জনাব দারাশিকো খসরুকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি

প্রকাশঃ

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা ব্যাংক লিমিটেড সম্প্রতি জনাব দারাশিকো খসরুকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি দিয়েছে। এর আগে তিনি ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জনাব খসরুর প্রায় তিন দশকের পেশাদার ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। তিনি এবি ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন এবং ০৩ জুন ১৯৯৫ তারিখে ঢাকা ব্যাংকে যোগদান করেন। ঢাকা ব্যাংকে বিভিন্ন মেয়াদে জনাব খসরু ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জনাব খসরু সফলভাবে অর্থ ও হিসাব বিভাগের প্রধান হিসেবে নেতৃত্ব দেন এবং ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) এর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকের চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জি এস ডি ও প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন।

তার নেতৃত্ব, প্রতিশ্রুতি, কঠোর পরিশ্রম এবং কর্মদক্ষতা ঢাকা ব্যাংক-এর কর্মজীবনে সফলতা এনে দিয়েছে। জনাব খসরু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (বিজ্ঞান) এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এম বিএ ডিগ্রি অর্জন করেছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ