শুক্রবার, ৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

প্রকাশঃ

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনার ২৩ আগস্ট, ২০২১ সোমবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে ওয়েবিনারে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, পরিচালক বদিউর রহমান, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, মোঃ আমির উদ্দিন পিপিএম অংশগ্রহণ করেন।

ওয়েবনিয়ারে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শওকত আরা হোসেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, শীর্ষ নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান আলোচক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন তার গবেষণার সূত্র ধরে বলেন, বঙ্গবন্ধু ১৯৪৭ সাল থেকেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে তাঁর নেতৃত্বে তা লাভ করে। তিনি বলেন, বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। তাকে সম্মান জানাতে হলে তাঁর আদর্শ বাস্তবায়ন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়েই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হতে পেরেছি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাঙালী জাতির জন্য একটি কলঙ্কিত দিন। ওই দিন বাঙালী জাতির যে ক্ষতি সাধিত হয়েছে, তা কোনো কালেই পূরণ হওয়ার নয়।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার জীবনকালের বিভিন্ন উল্লেখযোগ্য সময়কাল নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধু ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও সাহসী। তাঁর গভীর দেশপ্রেম, সীমাহীন আত্মত্যাগ আর অতুলনীয় নেতৃত্ব দিয়েই অর্জিত স্বাধীনতার জন্য বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে চিরঋণী।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ