জাপানে সরাসরি ফ্লাইট চালু করতে তৎপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে দফায় দফায় তারিখ পিছিয়ে এবার সেপ্টেম্বরে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান। জাপানের নারিতায় ফ্লাইট চলবে সপ্তাহে ৩ দিন।
গত বছর নভেম্বর মাসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছিলেন, জাপানের নারিতায় ফ্লাইট উদ্বোধন করতে চেয়েছিলাম ২৯ নভেম্বর (২০২২), আপাতত সেটা হচ্ছে না। তবে আমরা আগামী বছরের মার্চে (২০২৩) এই রুটে ফ্লাইট উদ্বোধন করবো।
ইতোমধ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে বিমান চলাচলের চুক্তি হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতিও দিয়েছে জাপান। দেশটিতে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ফিফথ ফ্রিডম সুবিধা পাবে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, আগামী সেপ্টেম্বরে জাপানের নারিতায় বিমানের ফ্লাইট চালু হবে। এ রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে।