শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জুলাইয়ে মোবাইল ব্যাংকিং লেনদেন ও গ্রাহক উভয়ই বেড়েছে

প্রকাশঃ

জুলাইয়ে মোবাইল ব্যাংকিং লেনদেন ও গ্রাহক উভয়ই। অথ্যাৎ জুন মাসের চেয়ে জুলাইয়ে মোট লেনদেন বেড়েছে প্রায় ১৮ শতাংশ, আর দৈনিক লেনদেন বেড়েছে ১৪ শতাংশ। শুধু লেনদেনই নয়, এ মাসে নতুন গ্রাহক বেড়েছে প্রায় ৫ লাখের মতো। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা বৃদ্ধি ও ঈদুল আজহার আগের মাস হওয়ায় জুলাইয়ে লেনেদেন বেড়েছে।

ঈদুল ফিতরের আগে মে মাসে মোবাইল ব্যাংকিংয়ের দৈনিক লেনদেন রেকর্ড এক হাজার ৩০০ কোটি ছাড়িয়েছিল। এরপর গত জুলাইয়ে এক হাজার ২০০ কোটি টাকার ওপর লেনদেন হয়েছে।

গত মে মাসের তৃতীয় সপ্তাহে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন সীমা বাড়ানো হয়। কিন্তু ঈদ-পরবর্তী মাস হওয়ার কারণে জুনে লেনদেনে বড় হোঁচট খায়। ওই মাসে এর আগের মাসের চেয়ে মোট লেনদেন কমে প্রায় ২৫ শতাংশ; আর দৈনিক লেনদেন কমে প্রায় সাড়ে ২২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, জুলাই মাসে মোবাইল ব্যাংকিংয়ে মোট লেনদেন হয়েছে ৩৩ হাজার ৪৭৭ কোটি ৫৮ লাখ টাকা, জুনে যা ছিল ৩১ হাজার ৭০৮ কোটি ৩৮ লাখ টাকা। ফলে এক মাসের ব্যবধানে মোট লেনদেন কমেছে ১৮.২৯ শতাংশ। এ মাসে দৈনিক এক হাজার ২০৮ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছে, আগের মাসে যা ছিল এক হাজার ৫৬ কোটি ৯৫ লাখ টাকা। ফলে এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ১৪.৪ শতাংশ।

জুলাই মাস শেষে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক দাঁড়িয়েছে ৭ কোটি ৩০ লাখ ৯১ হাজার। এর মধ্যে সক্রিয় গ্রাহক ৩ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার। সেই হিসাবে মোবাইল ব্যাংকিংয়ের ৩ কোটি ৯৫ লাখ ২৩ হাজার হিসাবই বর্তমানে নিষ্ক্রিয়। জুনে মোবাইল ব্যাংকিংয়ের হিসাবসংখ্যা ছিল ৭ কোটি ২৫ লাখ। এক মাসের ব্যবধানে নতুন গ্রাহক বেড়েছে ৫ লাখ ৮৮ হাজার।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ