শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জুয়েলারি এক্সপো ২০২২ এর শেষ দিন আজ

প্রকাশঃ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো- ২০২২’ এর শেষ দিন আজ। শনিবার (১৯ মার্চ) র‍্যাফেল ড্র ও নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।

প্রথমবারের মতো আয়োজিত এই জুয়েলারি মেলা গত বৃস্পতিবার (১৭ মার্চ) থেকে শুরু হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত সকল ক্রেতা ও দর্শনার্থীর জন্য মেলা উন্মুক্ত থাকে।

তিন দিনের ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’ এর দ্বিতীয় দিনেও ছিল ক্রেতা-দর্শনার্থীদের ভীড়। ক্রেতার আগমনে খুশি স্টল কতৃর্পক্ষ। আকর্ষণীয় সব গহনার পসরা সাজিয়ে বসেছেন তারা। মেলা উপলক্ষে দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

মেলায় প্রবেশ করলেই দর্শকদের আকৃষ্ট করে বিভিন্ন স্টলে সাজানো বাহারি সব গহনা আর চোখ জুড়ানো আলোক সজ্জা। ছুটির দিন হওয়ায় গতকাল শুক্রবার সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখোর ছিল জুয়েলারি এক্সপো-২০২২। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যাও।

মেলায় ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়। একই ছাদের নিচে দেশের নামকরা সব জুয়েলারি প্রতিষ্ঠানের পাশাপাশি অংশ নিয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানীরা।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশের অর্থনৈতিক খাতের উন্নয়ন অগ্রযাত্রায় যোগ দিতেই দেশে প্রথমবারের মতো এ আয়োজন।

মেলার শেষ দিনে র‍্যাফেল ড্র’র মাধ্যমে ১২ জন সৌভাগ্যবান দর্শনার্থী পাবেন মোট ২৫ লাখ টাকা। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একজন পাবেন ১০ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকা। এ ছাড়া এক লাখ টাকা করে ১০ জনকে পুরস্কৃত করা হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ