বুধবার, ৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

প্রকাশঃ

জয়পুরহাটের বাসস্ট্যান্ড এলাকার হাড়াইল মোড়ে মোটরসাইকেলের চাপায় আব্দুল ওয়াহেদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াহেদ জয়পুরহাট সদর উপজেলার হিচমী মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল ১০টার দিকে মেয়ে নাসরিন ও এক নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে জয়পুরহাট শহরের একটি ব্যাংকে যান ওয়াহেদ। সেখান থেকে নাতিকে বাড়ি পৌঁছে দেওয়ার পর পুনরায় মেয়েকে নিতে ব্যাংকে রওনা দেন তিনি।

পথে জয়পুরহাট শহরের বাসস্ট্যান্ড এলাকার হাড়াইল মোড়ে তার মোটরসাইকেলের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওয়াহেদ প্রধান সড়কে ছিটকে পড়লে অন্য একটি দ্রুতগতির মোটরসাইকেল তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ