টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার সিলার।
কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে ডাচরা। এখন পর্যন্ত দুই দল খেলেছে ১২টি ম্যাচ। যেখানে নেদারল্যান্ডসের জয় সাত ম্যাচে আর আইরিশরা জিতেছে চারটি। পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ।
আরও পড়ুন : টি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের খেলা
এছাড়া টি-টোয়েন্টির বিশ্ব আসরেও জয়জয়কার নেদারল্যান্ডসের। ২০১৪ সালের আসরে মাত্র ১৪ ওভারের মধ্যেই আয়ারল্যান্ডের করা ১৮৯ রানের লক্ষ্য সংগ্রহ টপকে গিয়েছিলো তারা। পরে ২০১৬ সালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও জয় পায় ডাচরা।