বুধবার, ১৩ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

টিকা পেতে সারাদেশে নিবন্ধনকারীর সংখ্যা প্রায় সাত কোটি

প্রকাশঃ

টিকা নিতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা সারাদেশে সাত কোটি ছুঁই ছুঁই করছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন ৬ কোটি ৯৫ হাজার ৩ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৯২ লাখ ৩ হাজার ৯৫৯ জন ও পাসপোর্টের মাধ্যমে ৮ লাখ ৯১ হাজার ৪৪ জন নিবন্ধন করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৬৭ হাজার ৭৬৫ মানুষ টিকা নেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা ২ লাখ ৫৫ হাজার ৭৪ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ৪৮৩ জন ও নারী ১ লাখ ৪৯ হাজার ২৬৯ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ ১২ হাজার ৬৯১ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৫৮ হাজার ৭৫৫ জন ও নারী ১ লাখ ৫৩ হাজার ৯৩৬ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৫ লাখ ৬৭ হাজার ৭৬৫ জন টিকা নিয়েছেন। এ নিয়ে সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার ৬৬৪ জন।তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ২৭৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৫ লাখ ২১ হাজার ৩৯১ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে শুধু এ টিকা দেওয়া হলেও পরে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা যুক্ত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপসে জাতীয় পরিচয়পত্র ও প্রবাসীরা পাসপোর্টের মাধ্যমে নাম নিবন্ধন করে নির্ধারিত দিনে টিকাকার্ড ও জন্মনিবন্ধন সনদ/পাসপোর্ট সঙ্গে নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা নেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ