মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

টেকনাফে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশঃ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের বড়খাল সংলগ্ন নাফ নদীতে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সাইয়্যদুল বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। একপর্যায়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে একটি বস্তাসহ এক ব্যক্তিকে সাঁতার কেটে আসতে দেখে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় টর্চলাইটের আলো ফেললে বস্তাটি রেখে ওই ব্যক্তি সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ