বুধবার, ৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে সহজের কর্মকর্তা আটক

প্রকাশঃ

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মো. রেজাউল করিম নামে সহজের একজন সিস্টেম ইঞ্জিনিয়ারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় তাকে চাকরিচ্যুত করেছে সহজ কর্তৃপক্ষ।

র‌্যাব-১-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বুধবার দিনগত রাতে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা গেছে, সহজ-সিনেসিস-ভিনসেন জেভির মাধ্যমে সম্প্রতি রেলের সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পান রেজাউল। রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠু ও অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালনার জন্য চলতি বছরের ২১ মার্চ রেজাউলকে নিয়োগ দেওয়া হয়।

সহজ-সিনেসিস-ভিনসেন জেভি এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং অভিযুক্ত রেজাউলকে চাকরিচ্যুত করেছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রেজাউলের বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ