সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ট্রেন থামিয়ে ট্রেনচালকের ঝালমুড়ি ক্রয়

প্রকাশঃ

নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন থামিয়ে চালকের ঝালমুড়ি কেনার ঘটনায় নিয়মভঙ্গকারী ওই চালকের বিরুদ্ধে এখনও কোনো ব‌্যবস্থা নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (২ ডিসেম্বর) ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ‌্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

গত সোমবার (৩০ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ট্রেনের চালক শহরের উকিলপাড়া এলাকায় ট্রেন থামিয়ে ঝালমুড়ি কেনেন। ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করেন এক পথচারী। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে ভাইরাল হয়ে পড়ে।

বাংলাদেশ রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, জরুরি প্রয়োজন ছাড়া ট্রেন থামিয়ে চালক কোনো কাজ করতে পারেন না। এটা রেলওয়ের আইনবহির্ভূত।

তিনি বলেন, ‘বিষয়টি আমরা সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনও আমরা চালককে ট্রেস করতে পারিনি। কোন চালক এ ঘটনা ঘটিয়েছেন, বিষয়টি নির্ণয় করে রেলওয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন থামিয়ে ট্রেনের চালক শহরের উকিলপাড়া এলাকার রেললাইনের পাশে বসা এক নারী বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি সংগ্রহ করছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ