বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন অব্যাহত

প্রকাশঃ

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির ফের রেকর্ড পতন হয়েছে। কারণ ডলারের মূল্য বেড়ে আবারও ২০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংক সুদের হার বাড়ানোর পরই মুদ্রার বাজারে এমন অস্থিরতা দেখা যায়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এক ডলার দিয়ে এখন ৮০ দশমিক ৪৮৬৩ রুপি পাওয়া যায়। এর আগে মান দাঁড়ায় ৮০ দশমিক ৪৬৭৫ রুপিতে। অর্থাৎ আগের সেশনের চেয়ে রুপি দুর্বল হয়েছে।

মুদ্রা ব্যবসায়ীরা জানিয়েছেন, বিদেশি বাজারে মার্কিন মুদ্রার শক্তি, অভ্যন্তরীণ ইক্যুইটির মিউটেড ট্রেন্ড, অর্থনীতিতে ঝুঁকি ও অপরিশোধিত তেলের দামের কারণে ভারতীয় রুপিতে প্রভাব পড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক টানা তৃতীয়বারের মতো মূল সুদের হার তিন-চতুর্থাংশ বা শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে তিন থেকে তিন দশমিক দুই পাঁচ শতাংশ পর্যন্ত করেছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

নীতিনির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৩ সালের শুরুর দিকে সুদের হার আরও বাড়ানো হতে পারে, যা জুনের পূর্বাভাস থেকে অনেক বেশি।

এমন পরিস্থিতিতে ডলার ২০ বছরের মধ্যে আবারও শক্তিশালী অবস্থানে চলে এসেছে। তবে শুধু রুপি নয় ডলারের বিপরীতে ইউরো, ব্রিটিশ পাউন্ডও চলতি মাসে ব্যাপক পতন দেখছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ