বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ডায়রিয়া প্রকোপ বাড়ছে, আইসিডিডিআরবি’তে ঘণ্টায় ২১ জন রোগী ভর্তি

প্রকাশঃ

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) মহাখালী হাসপাতালে ২৪ ঘণ্টায় ৫০২ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত এসব রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে আইসিডিডিআর,বি কর্তৃপক্ষ। আগের ২৪ ঘণ্টায় (২৩শে মার্চ) একই হাসপাতালে ১ হাজার ২৩৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছিলেন।

আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটিতে ডায়রিয়া রোগীর ব্যাপক চাপ রয়েছে। এত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন আইসিডিডিআরবির চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তবে সব চিকিৎসা হচ্ছে বিনা মূল্যে।

হাসপাতালের শয্যার চেয়ে ডায়রিয়া রোগী বেশি। তাই রোগীদের জায়গা দিতে আগেই বাইরে একটি তাঁবু টানিয়ে ডায়রিয়া রোগীর চিকিৎসা দিয়ে আসছিল আইসিডিডিআরবি। এখন বাইরে আরও একটি তাঁবু টানিয়ে হাসপাতাল বড় করা হয়েছে।

আইসিডিডিআরবি কর্তৃপক্ষ বলছে, এখন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ২৩ শতাংশ তীব্র ডায়রিয়া বা কলেরার রোগী। ঢাকা মহানগর ও এর আশপাশের এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আইসিডিডিআরবি বলছে, প্রতিষ্ঠানের ৬০ বছরের ইতিহাসে এত রোগীর চাপ তারা দেখেনি।

আইসিডিডিআর,বি সূত্র বলছে, সারা বছর দৈনিক ৪০০ থেকে ৫০০ ডায়রিয়ারোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে রোগীর সংখ্যা কিছু বাড়ে। সাধারণত মার্চের শেষ সপ্তাহে রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। এপ্রিলের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহে রোগী চূড়ান্তভাবে বাড়ে। কিন্তু এ বছর ব্যতিক্রম দেখা যাচ্ছে।

আইসিডিডিআর,বি কর্তৃপক্ষ জানায়, চলতি মার্চের প্রথম সপ্তাহে দৈনিক পাঁচ শয়ের মতো রোগী আসে। দ্বিতীয় সপ্তাহে দৈনিক রোগী বেড়ে হয় ছয়শ। ১৭ই মার্চ থেকে প্রতিদিন এক হাজারের বেশি রোগী ভর্তি হয়। ২১শে মার্চ রোগী ভর্তি হয়েছিল ১ হাজার ২১৬ জন। ২৩শে মার্চ ১ হাজার ২৩৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ