শুক্রবার, ৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ডায়াবেটিস রোগীদের সরকার বিনামূল্যে ইনসুলিন দেবে

প্রকাশঃ

ডায়াবেটিস রোগীদের সরকার বিনামূল্যে ইনসুলিন দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, নন-কমিউনিকেবল ডিজিজের (অসংক্রামক ব্যাধি) কারণে দেশের অন্তত ৬১ ভাগ মানুষ কোনো না কোনো স্বাস্থ্য সমস্যায় ভোগেন। এর মধ্যে ডায়াবেটিস অন্যতম। সঠিক চিকিৎসায় দেশের মাত্র ১২ ভাগ মানুষের ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহর বা গ্রামের প্রতিটি হাসপাতাল থেকেই এখন ডায়াবেটিস রোগের প্রায় সব ওষুধ ও চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি খুব দ্রুতই ডায়াবেটিস রোগের জন্য ব্যয়বহুল চিকিৎসা সামগ্রী ইনসুলিনও বিনামূল্যে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি) এবং বাংলাদেশ ডায়াবেটিস সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত ‘ডায়াবেটিস চিকিৎসা : বর্তমান ও আগামীর ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডায়াবেটিস রোগটি নীরবে শরীরে চলে আসে। দেশের প্রান্তিক অঞ্চলের পাশাপাশি শহরের মানুষও অনেকেই স্বাস্থ্য সচেতনতা বা ডায়াবেটিস নিয়ে তেমন একটা সচেতন নয়। একটি জরিপ থেকে জানা গেছে, দেশের মাত্র ১২ ভাগ মানুষের ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে রয়েছে। আবার অনেক মানুষই টাকার অভাবে ডায়াবেটিস রোগের চিকিৎসা করাতে হাসপাতালে যান না। তাই অন্যান্য জটিল রোগের চিকিৎসাসেবা বিনামূল্যে পাওয়ার পাশাপাশি এখন থেকে ডায়াবেটিস রোগের চিকিৎসাও মানুষ ঘরের পাশে থাকা যেকোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিকেই পাবেন।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির (বাডাস) সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবীর প্রমুখ বক্তব্য রাখেন।

স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেবে

ঢাকার স্কুল শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রের স্বল্পতার কারণে অনেক শিক্ষার্থী টিকা নিতে পারছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ‘স্কুল শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রের স্বল্পতা নিয়ে গতকালই (বুধবার) আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো তালিকা অনুযায়ী খুব দ্রুততম সময়ে নির্ধারিত স্কুলগুলোতে গিয়ে স্কুল শিক্ষার্থীদের আমরাই টিকা দেব।’ গতকাল অনষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব বিভিন্ন দেশ থেকে ২১ কোটি ডোজ করোনার ভ্যাকসিন কেনা হয়েছে। এর মধ্যে প্রায় ১১ কোটি ডোজ হাতে এসে পৌঁছেছে। এ মাসেই আরও প্রায় ৪ কোটি ডোজ চলে আসবে। প্রায় ৮ কোটি ডোজ ভ্যাকসিন মানুষকে দেওয়া হয়েছে। স্কুল শিক্ষার্থীদেরকেও নিয়মিত ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রতি মাসে ৩-৪ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। এভাবে চললে আমরা দ্রুতই আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারব।’

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ