সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ডিএসইতে গত ৩৮ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন  

প্রকাশঃ

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৪ কোটি টাকার; যা ৩৮ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

এর আগে ২০১৯ সালের ১ ডিসেম্বর ডিএসইতে ৫২১ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫১৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৪৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৫১৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৭৫ কোটি ৯৭ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৩৮ কোটি ৪২ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮০টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭৭০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ