ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। এর পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, ২০.০২.২০০৮ হতে ১৯.০২.২০১৪ পর্যন্ত তিনি জনতা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের পরিচালক ছিলেন। ইমার্জিং ক্রেডিট রেটিং লিঃ (ইসিআরএল) এর একজন উদ্যোক্তা পরিচালক এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বরত আছেন। ড. আহমেদ ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সভাপতি এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্টস এর কার্যনির্বাহী সম্পাদক ছিলেন। পেশাগতভাবে তিনি একজন চার্টার্ড একাউন্ট্যান্ট এবং ১৯৯০ সাল হতে আইসিএবির ফেলো সদস্য ।
১৯৯৬ সালে তিনি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের কার্ডিফ বিজনেস স্কুল থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ড. আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ হতে প্রথম শ্রেণীতে স্নাতক এবং স্বাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশের আর্থিক খাত নিয়ে কাজ করার দীর্ঘ দিনের অভিজ্ঞতা সহ অর্থনীতি ও আর্থিক খাত বিষয়ে তাঁর ৫০ টির অধিক গবেষণাপত্র এবং প্রকাশনা রয়েছে। তিনি বিভিন্ন ব্যাংক, লিজিং কোম্পানি, এনার্জি কোম্পানী ও আর্থিক প্রতিষ্ঠানের অডিট এনগেজমেন্ট পার্টনার এবং অনেক দেশী ও বহুজাতিক কোম্পানীর কর উপদেষ্টা। ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ গ্রমীণফোনের পরিচালনা পর্ষদের সদস্য ও অডিট কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের বোর্ড ও অডিট কমিটির উপদেষ্টা ছাড়াও ঢাকা ওয়াসার পর্ষদ, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর কনসালটেটিভ কমিটি এবং বিটিসিএল এ আইসিএবি এর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।