মঙ্গলবার, ৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকার আফতাবনগরে এমটিবি’র স্মার্ট হাট-এর উদ্বোধন

প্রকাশঃ

ঈদুল আজহা উপলক্ষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি), বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর সহযোগিতায় সম্প্রতি ঢাকার আফতাবনগরে কুরবানির পশু কেনাবেচায় মূল্য পরিশোধে ডিজিটাল সুবিধা প্রদানের লক্ষ্যে স্মার্ট হাট উদ্বোধন করেছে। এই স্মার্ট হাট ক্রেতাদের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে পিওএস, কিউআর কোড, এমএফএস ও এজেন্ট ব্যাংকিং সেবা-এর মাধ্যমে পশু ক্রয়ের মূল্য পরিশোধ করতে সক্ষম করবে। এছাড়াও, হাট এলাকায় এমটিবি’র এটিএম বুথ সেবা গ্রহণ করা যাবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, মোঃ খালিদ মাহমুদ খানের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি), মোঃ মেজবাউল হক ও অতিরিক্ত পরিচালক (পিএসডি), শাহ্ জিয়া-উল হক, মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার, সৈয়দ মোহাম্মদ কামাল এবং ভিসার পরিচালক, মোঃ নাসিমুল ইসলাম একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে ঢাকার আফতাবনগরে এই স্মার্ট হাটের উদ্বোধন করেন। এছাড়াও এমটিবি’র গালিব হামিদ প্রতীক, হেড অব অপারেশন্স ডিভিশন, মোহাম্মদ ইকরামুল গনি খান, গ্রুপ চিফ সিকিউরিটি অফিসার এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট সহ ডিএনসিসি, এমটিবি, মাস্টারকার্ড বাংলাদেশ ও ভিসার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ