ঢাকার আশকোনার হজ ক্যাম্পে হজ বুথ উদ্বোধন করল শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। ০১ মে ২০২৫ তারিখে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে হজ বুথ উদ্বোধন করেন। এই হজ বুথ থেকে হজ যাত্রীদের বিনামূল্যে পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময় ও হজ সংক্রান্ত তথ্যসেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ আমজাদ হোসেন ফকিরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ব্যাংকের পক্ষ থেকে হজ যাত্রীদের মাঝে হজ যাত্রায় সহায়ক উপহার সামগ্রী প্রদান করা হয়।
ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ব্যাংকের হজ বুথ উদ্বোধন
