মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকার হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়ছে

প্রকাশঃ

রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বৃষ্টির পানি জমে এডিশ মশার লার্ভা বাড়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। তাই ডেঙ্গু নিয়ে সতর্ক থাকার আহবান তাদের।

করোনা মহামারির কারণে অনেক রোগের তথ্যই অন্যবছরের মত জোড়েসোরে সামনে আসছে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, পহেলা জানুয়ারি থেকে ৭ই নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৫ জন।

সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর অব মেডিসিন অধ্যাপক ডা: মাহবুবুল ইসলাম মজুমদার বলেন, সারাবিশ্বের ডেঙ্গুর প্রভাব বাড়ছে। এসেছে ভ্যাকসিনও। তবে এই ভ্যাকসিন ৯ থেকে ৪৫ বছর বয়সী মানুষদের দেয়া যাবে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট, আইডিসিআর ডেঙ্গুর কারণে এ বছর একজনের মৃত্যু নিশ্চিত করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ডা: নজরুল ইসলাম বলছেন, যে জায়গাগুলোতে ডেঙ্গু ধরা পড়বে সেই এলাকায় সিটি কর্পোরেশন থেকে মশা মারা হলে ডেঙ্গু ছড়াবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২০১৯ সালের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯৯ জন। এছাড়াও ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ জন, এপ্রিলে ২৫ জন, মে মাসে ১০ জন, জুনে ২০ জন, জুলাইতে ২৩ জন, আগস্টে ৬৮ জন, সেপ্টেম্বরে ৪৭ জন, অক্টোবরে ১৬৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

নভেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫ জন। তাই ডেঙ্গু নিয়ে বিশেষ ভাবে সতর্ক থাকার আহবান চিকিৎসকদের। তারা বলছেন ডেঙ্গুর সময় এটা নয়। কিন্তু বৃষ্টির পানি জমে থাকায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে বলে ধারণা করছেন তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক ডিন অধ্যাপক ডা: এবিএম আব্দুল্লাহ বলছেন, জমে থাকা পানি যেন না থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। মশা জন্মায় এমন স্থানে নিয়মিত পরিস্কার করবে।

এডিস মশার লার্ভা মেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গত পাঁচ দিনে ৫০৭টি স্থাপনায় ১১ লক্ষ ৫১ হাজার টাকা জরিমানা করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২০১৯ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছিল। গতবছর ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। সরকারি হিসেবে মারা গিয়েছেন ১৭৯ জন। এবছর সেই তুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ