বুধবার, ১লা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা

প্রকাশঃ

 ‌‘জ্যাম’ ছবির শুটিংয়ের জন্য কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রোববার রাতের একটি ফ্লাইটে ঢাকায় আসছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল। তার অংশের শুটিং চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।’

এদিকে আজ সকাল থেকে মহাখালীতে শুরু হচ্ছে ‌‘জ্যাম’ ছবির শুটিং। এর মাধ্যমে দুই মাস পর ছবির কাজ করছেন শুভ। আরিফিন শুভ বলেন, ‘‘ইতোমধ্যে ‌‘জ্যাম’-এর ৫০ শতাংশ কাজ হয়েছে। এবার টানা শুটিং করব। মাসজুড়ে ছবিটির কাজ হবে।’’

তিনি জানান, ‘জ্যাম’ছবির শুটিং করার জন্য তিনি রাতের একটি ফ্লাইটে ঋতুপর্ণার ঢাকায় আসেন। এদিকে আজ থেকে ঢাকায় শুরু হয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘জ্যাম’ছবির শুটিং। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও চিত্রনায়িকা পূর্ণিমা। আর অতিথি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও কলকাতার ঋতুপর্ণা।

আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনায় ‘জ্যাম’ছবির কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও প্রযোজনায় ফিরছে চিত্রনায়ক মান্নার হাতে গড়া প্রতিষ্ঠান কৃতাঞ্জলী।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ